কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী সীমান্ত দিয়ে ভারত থেকে আসা নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পাথরডুবী বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের ক্যাম্পে নিয়ে আসা হয়।
আটকদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলায় বলে জানা গেছে।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার এসব তথ্য জানান।
তিনি জানান, আটক বাংলাদেশিরা ৪/৫ বছর আগে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে ইটভাটায় কাজের উদ্দেশে ভারত গিয়েছিলেন। আসামে মুসলিমদের চিহিৃত করতে ন্যাশনাল আইডি কার্ড তৈরির কাজ শুরু হওয়ায় ভয়ে তারা দেশে ফেরার চেষ্টা করেন।
সীমান্ত পার হওয়ার সময় কুড়িগ্রাম পাথরডুবী বিওপির বিজিবি সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেন।
আটকদের বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পর আইনি প্রক্রিয়ায় পুলিশে সোর্পদ ও পরিচয়হীনদের বিএসএফের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হবে বলেও জানান লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন।