চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে গতকাল বুধবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় চট্টগ্রাম মহানগরীর আবাসিক হোটেল মালিকদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ কমিশনার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোন জঙ্গি/জঙ্গি সংগঠন যাতে চট্টগ্রাম মহানগরীর আবাসিক হোটেলে অবস্থান করতে না পারে সে বিষয়ে হোটেল মালিকদের সজাগ থাকার এবং হোটেলে মদ,জুয়া, দেহ ব্যবসা সহ অনৈতিক ও অবৈধ কার্যক্রম ইত্যাদি হতে বিরত থাকার জন্য অনুরোধ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ চট্টগ্রাম মহানগরীর আবাসিক হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।