রাউজান প্রতিনিধিঃ
রাউজানে এক কলেজ ছাত্রী ফাঁসিতে ঝুলিয়ে আত্বহত্যা করার খবর পাওয়া গেছে। তবে পরিবারের দাবি মেয়েটি মৃগি রোগে আক্র্ন্ত ছিল। রাতে মুখ হাত দোয়ার সময় পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে। জানা যায় গত ১৯ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত নয়টায় ঘটনাটি ঘটে উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান সেন বাড়ি এলাকার যদুরাম বিশ^াসের বাড়িতে। আত্বহত্যাকারী ঐ বাড়ির অমল চৌধুরী কন্যা তৃষা চৌধুরী (২০)। মেয়েটির প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেয়ায় এই আত্বহত্যার পথ বেঁচে নিয়েছে বলে বিভিন্ন সূত্র সমূহ জানিয়েছে। নিহতের বোনের জামাই সুজন জানান, আত্বহত্যার বিষয়টি শুনেছি, তবে কি কারণে আত্বহত্যা করেছে জানি না। স্থানীয় ইউপি সদস্য জহির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মেয়ের মা রেখা চৌধুরী জানিয়েছে পুকুরে পড়ে মেয়েটির মৃত্যু হয়েছে। আত্বহত্যার খবর পেয়ে রাত ১০টায় ঘটনাস্থলে ছুটে আসা রাউজান থানার এ এস আই কামাল জানান. মৃত্যুর কারণ সম্পর্কে জানার জন্য চেষ্টা করছি। পরিবারের দাবি মেয়েটি পানিতে পড়ে মৃত্যু হয়েছে। মেয়েটি অসুস্থ্য ছিল বলে দাবি করেছে পরিবারের মা ও বাবা।