নিজস্ব প্রতিবেদক:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাচনে পরাজিতদের অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।আজ শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনে পরাজিতদের অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে টিআইবি। পর্যবেক্ষক না হয়েও পরবর্তী সময়ে তারা যে প্রতিবেদন দিয়েছে, তাতে বিএনপি-জামায়াতের বক্তব্যের প্রতিফলন আছে।’তথ্যমন্ত্রী বলেন, ‘বিশাল পরাজয়ের পর নিজেদের মুখ রক্ষা এবং রাজনৈতিক আলোচনায় টিকে থাকতেই জাতীয় সংলাপের নাটক করছে ঐক্যফ্রন্ট।’
নিলা চাকমা/এসএমএইচ//শুক্রবার । ১৮ জানুয়ারি ২০১৯। ৫ মাঘ ১৪২৫। ১১ জমাদিউল আউয়াল ১৪৪০