নিজস্ব প্রতিবেদক:
আবাসন খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ‘রিহ্যাব ফেয়ার-২০১৯’ শেষ হয়েছে গতকাল রোববার। মেলা শেষ হলেও ফ্ল্যাট কেনায় এখনও ছাড় দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। ফ্ল্যাট কেনায় ছাড় দিচ্ছে র্যাংগস প্রপার্টিজ লিমিটেডও। মাত্র ৩৫ হাজার টাকা কিস্তিতে ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বসুন্ধরা লিংক রোডে অ্যাপোলো হাসপাতালের কাছে আরপিএল এর আবাসিক প্রোজেক্টে এক হাজার ৩১৮ বর্গফুটের ৮৫ লাখ টাকা সমমূল্যের একটি ফ্ল্যাটের মালিক হওয়া যাবে মাসিক ৩৫ হাজার টাকা কিস্তিতে।র্যাঙ্কন হোল্ডিংসের পরিচালক মাশিদ রহমান বলেন, ঢাকা শহরের বিভিন্ন পেশাজীবী মানুষ যে টাকা দিয়ে ভাড়া বাসায় থাকেন, সেই টাকা দিয়েই তারা ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন। এসব ফ্ল্যাটে সুইমিংপুল ও জিমনেশিয়ামসহ রয়েছে সব আধুনিক সুবিধা।