নিজস্ব প্রতিবেদক:
নগরীর বায়েজিদ এলাকায় অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় সেইফ জোন মেডিসিনকে ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বায়েজিদ ও আকবরশাহ্ থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এপিবিএন, ৯ এর সহায়তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো)পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে, বায়েজিদ থানার আরেফিন নগর এলাকার মক্কা স্টোরকে ১০ হাজার,আলম মেডিক্যাল হলকে ২ হাজার, জনসেবা মেডিসিন সেন্টারকে ৩ হাজার,খন্দকার স্টোরকে ৩ হাজার, মায়ের দোয়া সততা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, আকবরশাহ থানার ফকির হাটের সিরাজ স্টোরকে ৮ হাজার, ইসলাম ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৭ প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য, অননুমোদিত রং, হাইড্রোজ, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ বিহীন কাটা ওষুধ ধ্বংস করা হয়।
বিডিজা৩৬৫ /এনআর