নিজস্ব প্রতিবেদক :
তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনার হাঁটুর ইনজুরি কাটিয়ে ব্যাট হাতে অনুশীলন শুরু করেছেন। সকাল থেকে তিনি একাডেমির মাঠে ব্যাট হাতে অনুশীলন করেন। তিনি ব্যাটিং শুরু করায় বেশ স্বস্তি প্রকাশ করেছেন তার চাচা ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।তিনি বলেন, ‘হ্যাঁ, ও ব্যাটিং শুরু করেছে। ভালো লাগছে যে ইনজুরি কাটিয়ে অনেক দিন পর ব্যাটিং করলো। আশা করি আফগানিস্তান সিরিজে ওকে ফিট পাবো।’ অন্যদিকে ইনজুরিতে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদও। তাদেরও আফগান ও ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ফিট পাবেন বলে আশা প্রকাশ করেন আকরাম খান।তিনি বলেন, ‘আমাদের ভাগ্য ভালো যে ফাঁকা সময়টাতে ইনজুরি হয়েছিল। আশা করি আফগান ও ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই সবাইকে ফিট পাবো। আর আশা করছি আমরা আফগানিস্তানে ফুল ফিট শক্তিশালী দলই পাঠাতে পারবো।’ শ্রীলঙ্কার নিদাহাস ট্রফি থেকে ফিরেই ইনজুরিতে পড়েছিলেন জাতীয় দলের তিন তারকা তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ। অবশেষে তারা তিনজনই এখন খেলার জন্য তৈরি আছেন