জার্নাল ডেস্ক :
অপহৃত ১৪ বছরের এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব-৭। বগুড়া থেকে কিশোরীটিকে অপহরণ করা হয় ।
অপহরণকারী মো. নুরনবী কাজীকেও (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নুরনবী বগুড়া জেলার মেঘাগাছা থানার মৃত শফিক কাজীর ছেলে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩টায় ইপিজেড থানার সিইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, শাকিল আহম্মেদ নামে এক মেয়ে অভিযোগ করেন- তার মেয়েকে নূরনবী কাজী প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাবে রাজী না হলে তাকে অপহরণ করার হুমকি দেয়। গত ২২ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জোরপূর্বক তার মেয়েকে অপহরণ করে নূরনবী। এরপর সে ওই মেয়েকে নিয়ে চট্টগ্রামে চলে আসে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, অভিযোগের ভিত্তিতে র্যাব জানতে পারে ইপিজেড এলাকায় অবস্থান করছে অপহরণকারী। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল সোয়া ৩টায় সিইপিজেড থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী নুরনবীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরনবী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, অসৎ উদ্দেশে কিশোরীকে অপহরণ করে আত্মগোপন করেছিল।
বিডিজা৩৬৫