নিজস্ব প্রতিবেদক :
বন্দর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পোর্ট কানেকটিং রোডে অবৈধ ভাবে গাড়ি পার্কিং করে রাখার কারণে চলমান উন্নয়নকাজে বাধা সৃষ্টির প্রক্ষিতে ৭টি কাভার্ডভ্যান ও ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা করেন।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, এ ধরনের গুরত্বপূর্ণ সড়কে অবৈধ ভাবে সেখানে যেখানে পার্কিং করার কারণে যানজটের সৃষ্টি হয় এবং সে সাথে সড়কে উন্নয়ন মূলক কাজেরও বাধাগ্রস্ত হয়। তাই নির্ধারিত সময়ে উন্নয়নকাজ সম্পন্ন করতে এ সড়কে চসিকের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান চসিক কর্মকর্তারা।
তাছাড়াও অভিযানকালীন সময়ে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়বসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
বিডিজা৩৬৫ /এনএস/ এনআর