জার্নাল ডেস্ক :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্ত্রসহ ফরিদুল আলম (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদুল আলমের বাড়ি উপজেলার আইরমঙ্গল এলাকায়।
সোমবার (২৮ মার্চ) রাতে উপজেলার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল ফরিদুল। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা রয়েছে। তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।