বিনোদন প্রতিবেদক
জয়া আহসান। দুই বাংলায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন তিনি। কর্মব্যস্ততায় তাকে হরহামেশা পাওয়া যায় না টেলিভিশন পর্দায়। এমনকি ঈদের মৌসুমেও জয়ার দেখা মেলেনা।
তবে এবার একদমই ব্যতিক্রম। বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন জয়া আহসান। যার মূল কারণ তার প্রথম প্রযোজিত সিনেমা ‘দেবী’র মুক্তি। আগামী মাসের ৭ তারিখেই মুক্তির কথা রয়েছে এই ছবি।
জয়ার অংশগ্রহনে বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাতে প্রচার হবে একটি অনুষ্ঠান। যার নাম ‘লাভবক্স’। এখানে তিনি বলবেন ভালোবাসার কথা, সঙ্গে থাকবে তার ছবির বিষয়ে আলাপন।
এটিএন নিউজ-এর পর্দায় ‘লাভ বক্স’ প্রচার হবে রাত ১টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন তানভীর তারেক। প্রযোজনা করেছেন ফারুকে আজম। ভালোবাসা বিষয়ক গল্পে সাজানো এই অনুষ্ঠানে ‘দেবী’র সম্পর্কে বিভিন্ন কথা জানাবেন জয়া আহসান।
উল্লেখ্য, ‘দেবী’ ছবিটি নির্মিত হয়েছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে। এতে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, ইরেশ যাকের, শবনম ফারিয়া ও অনিমেষ আইচ প্রমুখ। কয়েকদিনের মধ্যেই এই ছবির প্রথম গান প্রকাশ হতে যাচ্ছে।