নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী রুস্তম হাট এলাকায় হাজী ইমাম শপিং সেন্টারের ৩য় তলার ৩০৩ নং ফ্ল্যাটের মাস্টার বেডরুমের বক্স খাটের নীচে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করে র্যাব-৭।মঙ্গলবার(১৮ আগস্ট) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে পারকির চর এলাকায় লুসাই পার্কের পাশে র্যাবের অভিযান পরিচালনাকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি, মো. নাছির উদ্দিন শাহ (৪৩) চট্টগ্রামের আনোয়ারা থানার উত্তর গুয়াপঞ্চক শাহ বাড়ির মৃত আব্দুল ছবুর শাহ’র ছেলে। সে আনোয়ারার বটতলী রুস্ত হাটের হাজী ইমাম শপিং সেন্টারের ৩য় তলায় থাকতো।তার থেকে ১টি ওয়ানশুটারগান, ২ রাউন্ড গুলি, ৭টি রামদা এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিজা৩৬৫/ এনআর