নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষে ১০ জুলাই সম্মলিত মেধা তালিকা প্রকাশ করে। সম্মিলিত মেধাতালিকা প্রকাশের পরই নিয়োগ শুরুর কথা থাকলেও মেধাতালিকা প্রকাশের পর দেম মাস পেরিয়ে গেলেও নিয়োগের ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এনটিআরসিএ। ফলে নিবন্ধিত শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
নিবন্ধিত শিক্ষকদের একাধিক নেতা জানান, দ্রুত নিয়োগ না হলে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচি বা এর চেয়েও কঠোর আন্দোলনে যাবে নিবন্ধিত শিক্ষকগণ। তাদের দাবি একটাই তারা দ্রুত নিয়োগ চান।
এদিকে হাইকোর্টে মামলা হওয়ার কারণে দুই বছরের বেশি সময় ধরে বেসরকারি শিক্ষক নিয়োগ বন্ধ তাই বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় চলছে চরম সংকট, লেখাপড়া ব্যাহত হচ্ছে চরম ভাবে। শূন্য পদের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ হাজারের মতো। নিবন্ধিত শিক্ষকদের নেতারা মনে করেন সরকারের সদিচ্ছা হলে সকল নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ দিতে পারে। তাই নেতারা দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন। দ্রুত নিয়োগ না হলে নিবন্ধিত নেতারা সাধারণ সকল নিবন্ধিত শিক্ষকদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।