লাইফস্টাইল ডেস্ক :
এখনকার দিনে সারাক্ষণ স্মার্টফোন চালানোর প্রবণতা কমবেশি অনেকের মধ্যেই রয়েছে। কিন্তু এই প্রবণতাই ডেকে আনতে পারে বিপদ। ‘ফিলোজফি অফ পপুলার মিডিয়া কালচার’ এর জার্নালে এরকমই বেশ কিছু উদাহরণ দেয়া হয়েছে।
স্মার্টফোন নিয়ে বেশি সময় থাকলে সঙ্গীর মনে সন্দেহ জন্ম দিতে পারে। তার প্রভাব পড়তে পারে সম্পর্কে।
সঙ্গীর সঙ্গে ডেটে যাওয়ার পরেও অনেকে মোবাইলের মধ্যেই পড়ে থাকেন। এতেও আপনার সাথে সম্পর্ক খারাপ হতে পারে তার।
অনেক সময়েই দেখা যায় রিপ্লাই দিতে পারে দেরি করে ফেলেন। তার ফলে সে তাদের মধ্যে ঝগড়াও হয়।
প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর চেয়ে অনেকেই সেলফি তুলে কিংবা স্টেটাস দিয়ে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ভর্তি করে থাকেন। এর ফলেও সম্পর্কে অনেক সমস্যা দেখা যায়।
অনেকেই রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দিতে পছন্দ করেন। এর ফলে তার সঙ্গী নিঃসঙ্গ বোধ করেন।
ব্যক্তিগত মুহূর্তের কথা বলার সময় অনেকেই স্মার্টফোন ব্যবহার করেন। এর ফলে সঙ্গী রেগে যাতে পারেন।
নিজের প্রিয়জনকে রোমান্টিক মেসেজ, ভিডিও কল করে রাগ ভাঙানোর চেষ্টা করুন। সম্পর্ক ভাল দিকে গড়াতে পারে।