নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছেলেদের দুটি আবাসিক হল শাহজালাল হল ও শাহ্ আমানত হলে তল্লাশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।আবাসিক হল বন্ধ থাকার পরও কেউ কেউ হলে থাকছে এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধ কাউকে পাওয়া না গেলেও আবাসিক হলের প্রায় ৪০টি কক্ষের তালা ত্রুটি দেখতে পাওয়া যায়।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এই অভিযান চালান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, হল বন্ধ ঘোষণা করার পর সব রুম সিলগালা করে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন সময় অনুমতি নিয়ে তালা খুলে রুম থেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুটি আবাসিক হলে আধঘন্টাব্যাপী অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, এ সময় শাহজালাল ও শাহ্ আমানত হলের প্রায় ৪০টি রুমের তালায় সমস্যা পাওয়া গেছে। আমরা এগুলো পুণরায় সিলগালা করে দেবো।
বিডিজা৩৬৫ /এনআর