ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় নগরসহ চট্টগ্রাম জেলায় ফায়ার সার্ভিসের ২২ স্টেশনকে প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে পতেঙ্গার উপকূলীয় এলাকায় দুইটি টিম কাজ শুরু করে দিয়েছে।
চট্টগ্রাম জেলায় ১৩ স্টেশনকেও প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে নগরের পতেঙ্গায় দুই টিম কাজ করছে।
বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড ও কুমিরাসহ উপকূলীয় স্টেশনগুলো টহলরত অবস্থায় রাখা হয়েছে। মাইকিং করে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী আকবর বলেন, ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানলে কাজ করার জন্য রেসকিউ টিম, ফাস্ট রেসকিউ টিম ও ওয়াটার রেসকিউ টিম গঠন করা হয়েছে। বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে আমরা প্রস্তুত আছি।