ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাদরাসার শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া’র কাউন্সিল সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে কাউন্সিল সমাবেশ ২০১৮ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মোস্তফা আল মুজাহিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে সাবেক প্রধান সম্পাদক ড. মওলানা মুহাম্মাদ ঈসা শাহেদী উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জাকির হুসাইন, প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামাল প্রমূখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, প্রধান সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
সাব্বির// এসএমএইচ//২৩শে এপ্রিল, ২০১৮ ইং ১০ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ