ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে লাবনী খাতুন (২০) নামের এক ‘মাদকসম্রাজ্ঞী’কে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে পৌর সদরের ঠাকুরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বোয়ালমারী থানার এসআই (তদন্ত) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাবনী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় লাবনী ‘মাদকসম্রাজ্ঞী’ নামে পরিচিত। আটককালে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, লাবনীকে আটকের জন্য এর আগে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।