চট্টগ্রাম প্রতিনিধি:
বর্ষাকালীন ছুটিসহ পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতরের দীর্ঘ একমাস বন্ধের পর রোববার (২৪ জুন) খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
রোববার থেকে যথারীতি ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোছাইন।
তিনি বলেন, ছুটি শেষ হওয়ায় রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও চলাচল করবে পূর্বের সময়সূচি অনুযায়ী।
এদিকে দীর্ঘ একমাস ঈদের ছুটি শেষে নাড়ির টান ছিড়ে এরই মধ্যে ক্যাম্পাসে চলে এসেছেন অনেক শিক্ষার্থী। ফলে রোববার থেকে আবার প্রাণ ফিরে পাবে গত একমাস নিষ্প্রাণ থাকা শাটলের ক্যাম্পাস খ্যাত চবি।