আর্ন্তজাতিক ডেস্ক :
থাইল্যান্ডের গুহায় আটকে থাকার ১৭ দিন পর অবশেষে সবাইকে উদ্ধার করা হয়েছে। কোচসহ ১২ খুদে ফুটবলারকে উদ্ধার করে দেশটির ডুবুরি দল।
মঙ্গলবার তৃতীয় দিনের মতো অভিযান শুরু করে ডুবুরি এবং উদ্ধারকর্মীরা। এদিনের অভিযানে চার কিশোর ও তাদের কোচকে গুহা থেকে বের করে আনা হয়।
থাই নেভি নিজেদের ফেসবুক পাতায় এ খবর নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, ১২ ওয়াইল্ড বোয়ার ও তাদের কোচ গুহা থেকে বেরিয়ে এসেছে এবং তারা নিরাপদ আছে।
এর আগে গত দুইদিনে কিশোরদের মধ্য থেকে আটজনকে উদ্ধার করা হয়। উদ্ধারকাজের তৃতীয় দিনে আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুততার সাথে উদ্ধার কাজ শেষ হয়।
গত ২৩ জুন থাই কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং’ গুহায় প্রবেশের পর আটকা পড়ে।