বিনোদন ডেস্ক :
পুরো বিশ্বজুড়ে এখন ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সবাই এখন একই আমেজে আছেন। বাদ নেই বলিউড তারকারাও। জানিয়েছেন তাদের নিজ নিজ প্রিয় দলের কথা।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, বলিউডের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় নায়িকাদের অনেকেই আর্জেন্টিনার সমর্থক। এই তালিকায় আছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, গ্ল্যামার গার্ল ক্যাটরিনা কাইফের মতো তারকা।
এছাড়াও আছেন বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। কোটি যুবকের প্রিয় এই নায়িকার প্রিয় দল আর্জেন্টিনা। এছাড়া শ্রদ্ধা কাপুর, আনুশকা শর্মা, সোনাক্ষী সিনহা, কৃতি শ্যানন, জ্যাকুলিন ফার্নান্দেজসহ আরো অনেকেই সমর্থন করেন ফুটবল যাদুকর লিওনেল মেসির দলকে।