প্রযুক্তি ডেস্ক :
যুদ্ধক্ষেত্রে হালকা অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত একে-৪৭ রাইফেলকে সবচেয়ে কার্যকর ও ভয়ঙ্করতম মনে করা হয়। সেই রাইফেলের বুলেটও থামিয়ে দিতে পারবে জ্যাকেট। খুব শিগগিরই এমন জ্যাকেট পাচ্ছে ভারতীয় সেনারা।ভারতের ডিফেন্স মেটিরিয়ালস অ্যান্ড স্টোরস রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অ্যাসট্যাবলিশমেন্ট (ডিএমএসআরডিই) এমন জ্যাকেট তৈরি করেছে। খবর: জিনিউজ চব্বিশ ঘণ্টা।
সংস্থাটির এক কর্মকর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, গুলির লড়াইয়ের সময় এই জ্যাকেটটি একজন জওয়ানের গলা, পিঠ, বুক, পেটকে রক্ষা করতে পারবে। অর্থাৎ যে কোনো দিক থেকে গুলি এলেও সমান সুরক্ষা দেবে এই জ্যাকেট।
টানা প্রায় পাঁচ বছর গবেষণার পর এ ধরনের বিশেষ জ্যাকেট তৈরি করতে সক্ষম হয়েছে ভারতী প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানটি।
দাবি করা হচ্ছে, সাধারণত বুলেটপ্রুফ জ্যাকেট বেশ ভারি হয়ে থাকে। তবে নতুন এই জ্যাকেটটি হবে হালকা। ফলে এটি জওয়ানের স্বাভাবিক চলাচলে বাধা হয়ে দাঁড়াবে না।