আর্ন্তজাতিক ডেস্ক :
মিয়ানারের সেনারা গত এক বছরে ২৪ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে। রোববার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত এক লাখ ১৪ হাজার রোহিঙ্গা মুসলমান নির্যাতনের শিকার হয়েছে। মিয়ানমারের সেনারা এক লাখ ১৫ হাজার রোহিঙ্গার ঘর বাড়িতে আগুন দিয়েছে। এছাড়া মিয়ানমারের সেনাদের হাতে ধর্ষিতা হয়েছে আরো ১৭ হাজার ৭১৮ জন রোহিঙ্গা নারী।
গত বছরের ২৫ আগস্ট থেকে রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করে মিয়ানমার সেনারা। তাদের হামলা থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৭ লাখের বেশি রোহিঙ্গা।