নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর করা আপিল শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
শুরুতে নির্বাচন কমিশনের (ইসি) আইনজীবী আদালতকে বলেন, ‘আমরাও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করব। আপনার অনুমতি চাই।’
এ সময় ইসির আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা সবার পরে আপিলে এলেন কেন? অন্যরা সবাই চলে এলো। আপনারা তো সবার আগে আসার কথা।’
এ সময় ইসির আইনজীবী দাঁড়িয়ে থাকেন। পরে আদালত শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন।
এ সময় বিএনপি প্রার্থীর আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘মাই লর্ড, নির্বাচন তো ১৫ মে। যদি আজকে শুনানি করেন…।’
জবাবে আদালত বলেন, ‘১৫ তারিখ হলে কিছু হবে না, আগামীকাল কী হয় দেখি।’
গত রোববার সীমানা জটিলতার কারণে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুলও জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার ও আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদন দুটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সেটি আজকে শুনানির কথা ছিল।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন ১৫ মে হওয়ার কথা ছিল