লাইফস্টাইল ডেস্ক :
আজ পহেলা ভাদ্র। শরতের প্রথম দিন। নীল আকাশে সাদা মেঘের খেলা। বর্ষার ঝুমঝুম ও বজ্রপাতকে বিদায় দিয়ে শুভ্রতার আগমন। শরতকে তাই বলা হয় শুভ্রতার প্রতীক। সাদা কাশফুল, শিউলি, স্নিগ্ধ জ্যোৎস্না দেখলেই বুঝতে হবে চলে এসেছে শরৎকাল। তবে এখন আমাদের দেশে শরৎকালের রূপ ও ব্যাপ্তি অনেকটাই কমে গেছে তবুও এখনো কিছু ফুল দেখলে বুঝে নিতে হয় এসেছে শরৎ।
শিউলি
শরতের রাতের বন্ধু শিউলি ফুল। কারণ ভোরবেলায় ঝরে বিদায় নেয় সে। । রাতে ফোঁটে বলে খুব কম মানুষই এই ফুল দেখতে পায়। শেষ রাতে শিউলির সুবাস ছড়িয়ে পড়ে বহুদূর পর্যন্ত।
কাশফুল
শরতে কাশ ফুলের বাগান কার না পছন্দ। কোন ঘ্রাণ না থাকলেও এর রূপই মন টানে সবার। ঢাকার অনেক জায়গাতেই দেখা যায় কাশ ফুলের বাগান। যেখানে পড়ন্ত বিকেলে থাকে মানুষের ভিড়। তবে জানেন কি কাশের ঘাস দিয়ে গ্রামে কিন্তু তৈরি হয় মাদুর, ঘরের বেড়া। কৃষকের নৌকা বোঝাই করে নিয়ে যায় কাশফুল।
কামিনি
কামিনিও সন্ধ্যায় ফুটে ঝরে যায় ভোরবেলা। ঘন সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় এই ফুল দেখা যায়। যদিও এ ফুল গাছটির আদিনিবাস চীন। তবে শরতের এ সময়ে অনেকের বাগানে ফোটে কামিনি।