ক্রীড়া ডেস্ক :
মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম ও তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডির প্রথম সন্তান শাহরুজ রহিম মায়ান। গত ফেব্রুয়ারিতে তাদের ঘর আলো করে পৃথিবীতে এসেছে এই শিশু। এবার শিশুপুত্রকে নিয়ে পবিত্র উমরাহ পালন করেছেন মুশফিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ও সন্তানের ছবি পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
কিছুদিন পরই শুরু হবে পবিত্র মাহে রমজান। এই সময়টায় বাংলাদেশ জাতীয় দলের কোন খেলা নেই। শেষ হয়ে গেছে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগও। আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য কিছুদিন পর শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। তাই হাতে কিছু সময় পেয়েছিলেন ৩০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক। এই সময়েই ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন তিনি।মায়ানের জন্ম ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে। বয়স তিন মাস পূর্ণ হওয়ার আগেই সে তার বাবার কোলে উমরাহ পালন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ানকে কোলে নিয়ে ছবি প্রকাশ করেছেন মুশফিক। ছবিতে তিনি দাঁড়িয়ে আছেন পবিত্র মক্কা শরীফের সামনে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘আলহামদুলিল্লাহ