কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার বালুখালী কাস্টম অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে বড় বড় গর্ত থাকায় বাঁশবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে টমটম ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে টমটম ও অটোর ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
উখিয়া সহকারী কমিশনার (ভূমি) একরামুল সিদ্দিক গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।