নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার একটি মাছ ধরার ট্রলার থেকে ১৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যার বাজার মূল্য কক্সবাজারে প্রায় ৪০ কোটি টাকা। এ পাচারকাজে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গাসহ দুই পাচারকারীকে আটক করা র্যাব।
সোমবার (২৪ আগস্ট) র্যাব-১৫ এর অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটক দুইজন হলেন, বালুখালী রোহিঙ্গা শিবিরে বশির আহম্মদের ছেলে আয়াছ (৩৪) ও কক্সবাজার শহরের পাওয়ার হাউস হাজীপাড়া এলাকার বিল্লাল (৪৫)।
র্যাব এ সংবাদ সম্মেলনে বলেন, রোববার (২৩ আগস্ট) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের খুরুস্কুল পয়েন্টে অভিযান পরিচালনা করে। এ অভিযানে র্যাব-১৫ এর দুই জনকে আটক করে।
তিনি আরো জানান, অভিযানের সময় মাছ ধরার একটি বোট থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয় এবং যারা মূল্য প্রায় ৪০ কোটি টাকা। সে সাথে অভিযান চালিয়ে পাচারকারীদের থেকে একটি মোবাইল সেট ও ১০ হাজার ৯শ নগদ টাকা সহ পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করেছে র্যাব -১৫।
বিডিজা৩৬৫ /এনএস/এনআর