জার্নাল ডেস্ক
সবজির দামে স্বস্তিতে মধ্যবিত্ত পরিবার শীতের মৌসুমে কমতে শুরু করেছে সবজির দাম, স্বস্তিতে মধ্যবিত্ত সমাজ। শনিবার (১১ ডিসেম্বর) নগরীর পাহাড়তলী বাজার ঘুরে দেখা যায় যে, বেগুন ৩০-৪০ টাকা, আলু ৪২ টাকা,নতুন আলু ৫০ টাকা, টমেটো ১০০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, বরবটি ৪০ টাকা, তিতকরলা ৪০ টাকা, পটল ৪০ টাকা, শিম ৩০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, লাউ ২০ টাকা, বাঁধাকপি এবং ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ টাকা, শসা ৩০ টাকা, মুলা ১৫ টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে।
মাছের বাজারে রুই ২২০ টাকা, রূপচাঁদা ৫৬০ টাকা, কাতাল ২৫০ টাকা, নাইলেটিকা ১২০ টাকা, কৈ ৪৫০ টাকা, শিং ৫০০ টাকা, পোপা ২৫০ টাকা, পাঙ্গাস ১২০ টাকা, পাবদা ৪০০ টাকা, লইট্টা ৯০ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা।
বিডিজা৩৬৫/শাওন/আহা