দেশে প্রাণঘাতী করোনাভাইরাস রোধে রেমডেসিভির প্রয়োগ আগামী ২০ মে থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। ওষুধ প্রশাসন অধিদফতর সূত্র জানায়, রেমডেসিভির পরীক্ষার কাজ ১৮ থেকে ১৯ মে’র মধ্যে শেষ হবে। পরীক্ষায় উৎরে গেলে দেশে প্রস্তুত এই ওষুধ কররোনা চিকিৎসায় মানুষের শরীরে প্রয়োগ শুরু হবে।
করোনা চিকিৎসায় বিশ্বে এখনও পর্যন্ত সব থেকে আলোচিত ওষুধ রেমডেসিভির। ইবোলা ভাইরাসের প্রতিষেধক হিসেবে ব্যবহার হওয়া রেমডেসিভির প্রয়োগ করোনা নিয়ন্ত্রণে ভাল ফল দিয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে।
এরপর দেশটির খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ) রেমডেসিভির প্রয়োগের অনুমোদন দিয়েছে। জাপানও সম্প্রতি করোনার চিকিৎসায় রেমডেসিভির প্রয়োগের অনুমোদন দিয়েছে।
বাংলাদেশই রেমডেসিভির তৈরি করে ওষুধ প্রশাসনে পরীক্ষার জন্য জমা দেয়া হয়েছে। এখন শুধু পরীক্ষার পজেটিভ ফল পাওয়ার অপেক্ষা।