কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার বড়উঠান ইউনিয়নের ফকিনীর হাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর একই বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর জামতলা এলাকার মোহাম্মদ ইব্রাহিমের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম।
তিনি জানান, পথচারী জাহাঙ্গীর বাজার নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত (এনডিই) ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতার কলেজ বাজার এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। ঘটনাস্থলে এনডিই কতৃপক্ষ এসেছেন। গাড়িটি স্থানীয়দের সহযোগিতার আটক করা হয়েছে।