চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় বাসের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার।
নিহতের নাম মো. খোকন (৪৫)। তিনি খোকন নোয়াখালীর হাজীপুরের নুর ইসলামের ছেলে। তিনি মইজ্জ্বারটেকের ইউনুছ মার্কেটে ভাড়া বাসায় থাকতেন।
এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, দুটি বাস প্রতিযোগিতা করে আগে যাওয়ার। এরমধ্যে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন রিকশা চালক খোকন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।