জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের পরিষদ নিবাচনে দখিল সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উৎসব মুখর ও শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীর তাদের মনোনায়ন পত্র উপজেলা নির্বাচন আফিসার কাছে জমা দেন। আওয়ামীলীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সতন্ত্রসহ চার জন প্রার্থী চেয়াম্যান পদে এবং নয়টি সধারন ও তিনটি নারী সংরক্ষিত আসনের বিপরীতে ৪৮ জন প্রাথী মনোনায়ন পত্র দাখিল করেছে।
উপজেলা নির্বাচন আফিস সূত্রে জানা যায়, চেয়ারমান পদে আওয়ামীলীগ থেকে মীর তারিকুজ্জামান তারা, সতন্ত্র শওকত হোসেন তপন বিশ্বাস, বিএনপি থেকে সজল বিশ্বাস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনিত প্রার্থী হিসেবে মো.জসিম উদ্দিন জাফর মৃধা মনোনায়ন দাখিল করেছেন। এছাড়া নয়টি সধারন আসনের বিপরীতে ৩৬ জন ও তিনটি সংরক্ষিত নারী আসনের বিপরীতে ১২ জন নারী প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছেন। লালুয়া ইউনিয়নের নারী ও পুরুষ সব মিলিয়ে ১১ হাজার ৮’শ ১৫ ভোটার রয়েছে। প্রার্থী যাচাই বাছাই ২৬ জুন ও প্রত্যাহরের শেষ তারিখ ৩ জুলাই এবং আগামী ২৫ জুলাই বুধবার ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন আফিসার আবদুল রশিদ জানান, আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।