পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় যৌতুকের দাবীতে দ’ুদিন আটকে রেখে গৃহবধু হাবিবা আক্তার কনিকে (২৭) নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ জুলাই) ছোট ভাই তামিম তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের রিফিউজি পাড়া এলাকায়।
হাবিবা আক্তার কনি জানায়, দীর্ঘ দিনের প্রেম ভালবাসার সম্পর্ক ২০১৩ সালে দুই পরিবারের সম্মতিতে দাম্পত্য জীবনে গড়ায়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। কলাপাড়া পৌরশহরের ৮ নং ওয়ার্ডে তার বাবার স¤পত্তি বন্ধক রেখে জামাল হোসেনকে, টাকা না দেয়ায় বেশ কিছুদিন ধরে তার উপর নির্যাতন করা হচ্ছে। মারধরের পর পিত্রালয়ে চলে যেতে চাইলে, চুরি মামলার হুমকি দেয়া হত বলে জানায় ওই গৃহবধু।
স্ত্রীকে মারধর করা হয়নি এবং যৌতুক নয়, ধার হিসাবে টাকা চেয়েছেন দাবী করে কনির স্বামী জামাল জানায়, এলার্জি সমস্যা আছে তাই মাথা ও মুখমন্ডল ফুলে গেছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মেদ জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।