হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের নিখোঁজ হওয়া কিশোরী কলি আক্তারকে জোরপূর্বক ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছে নজরুল ইসলাম মিঠু। বৃহস্পতিবার (১৮ অক্টোবর)চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতের বিচারক সুস্মিতা আহমেদের খাস কামরায় ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারামতে সে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।জবানবন্দি প্রদান শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর খুনী মিঠুর জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।কলি মির্জাপুর ইউনিয়নের খিল্লাপাড়া তুয়ান বাপের বাড়ির ছুট্টু মিয়ার কন্যা।খুনী ও ধর্ষক মিঠু একই ইউনিয়নের নোয়াপাড়া স্বন্দ্বীপ কলোণির মোঃ ইউছুপের পুত্র।
সাব্বির// এসএমএইচ//১৯শে অক্টোবর, ২০১৮ ইং ৪ঠা কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ