নিজস্ব প্রতিবেদক :
নগরীর কাজীর দেউরীর ভিআইপি টাওয়ারের সামনে রাস্তার পাশে স্ল্যাব ভেঙ্গে কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কাজির দেউরীর পুলিশবক্সের সার্জেন্ট অপু।
তিনি বলেন, টাইলস বোঝাই কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১৮-৮৭৩৫) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ড্রেনের উপর স্ল্যাব ভেঙে উল্টে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি বলেও তিনি জানান।
বিডিজা৩৬৫/এনআর