নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে আগুন লেগেছে। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে পাইকারি সবজির বাজারের পাশে এই মার্কেটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। জানা গেছে, বিকাল পৌনে ৫টার দিকে কারওয়ান বাজারের কাচামাল আড়তের একটি দোকানে আগুন লাগে। প্রথমে বাজারের দোকানদাররা আগুন নেভোনোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, বিকাল ৪টা ৫০ মিনিটে কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে। দুই বছর আগে ২০১৬ সালের মে মাসে এই মার্কেটে আগুন লেগেছিল। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।