জাহিদ রিপনর, পটুয়াখালী প্রতিনিধি:
পটর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে আশংকাজনক হারে বেড়ে গেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। এতে দেশ-বিদেশী পর্যটক মধ্যে ভীতিসহ আতংক। সৈকতের পরিবেশে বিনস্টকারী এবং পর্যটকদের আতংকের কারন এসব বেওয়ারিশ কুকুরেরবেশ কয়েক মাস ধরে সৈকতের বিভিন্ন পয়েন্টে উপদ্রব থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে উদাসীন। পর্যটকদের নিরাপদ ভ্রমনের জন্য এসব বেওয়ারিশ কুকুর নিধন বা আপসারন জরুরী বলে জানিয়েছেন স্থানীয় ও পর্যটকরা।
সৈকতের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ২০টির বেশি বেওয়ারিশ কুকুর দলবেধে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিচারন করছে। সৈকতের জিরো পয়েন্ট, শুটকী পল্লী,গঙ্গামতিসহ একাধিক স্থানে একই অবস্থা দেখা গেছে। সৈকত লাগোয়া ঝাউবাগানের ভেতরেও কুকুরের বিচরন রয়েছে। আনেক সময় বেপরোয়া কুকুর পর্যটকদের আক্রমন করছে। জোয়ারে ভেসে আসা পচা মাছ খাচ্ছে। এছাড়া দৃষ্টি নন্দন লাল কাকড়াও ওইসব কুকুরে মেরে ফেলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পর্যটক মাহিমা আক্তার শেলি জানান, সকালে হাঁটতে সৈকতে নেমেছিল। কিন্তু বেওয়ারিশ কুকুরের জন্য স্বাভাবিক হাঁটাচলা করা যাচ্ছে না। সর্বক্ষন কুকুরের আতংকে ছিলাম। ক্ষুদ্র ব্যবসায়ী মান্নান জানান, বেশ কিছুদিন ধরে সৈকতে বেওয়ারিস কুকুরের উপদ্রব বেড়েছে। ওইসব কুকুরের করনে পর্যটকদের আতংকে থাকতে হয়। ফটোগ্রাফার আলী হোসেন জানান, কিছু কিছু সময় পর্যটকরা সৈকতে ছবি তোলার মুহুর্তে কুকুরের উৎপাত দেখা দিলে তারা ভয়ভীতিতে থাকে। এ সময় ছবি তোলার মুড থাকেনা।
কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, কুকুর মারা সম্পূর্ন ভাবে নিষিদ্ধ। তারপরও পৌর সভার পক্ষ থেকে নিয়ন্ত্রনের চষ্টে চলছে।