জার্নাল বিশ্ব ডেস্ক :
কায়রো : কুয়েত থেকে ষাটোর্ধ্ব ৭০ হাজারের বেশি বিদেশি শ্রমিককে আগামী বছর দেশে ফিরে আসতে হবে। যাদের বয়স ৬০ পেরিয়ে গেছে তাদের রেসিডেন্সি পারমিট নবায়ন করবে না দেশটির সরকার।
শনিবার কুয়েতের একটি সংবাদপত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। কুয়েত সম্প্রতি জনসংখ্যার ভারসাম্য রক্ষার প্রয়াসে বিদেশি শ্রমিকদের সংখ্যা হ্রাস করার বিভিন্ন পদক্ষেপের কথা প্রকাশ করেছে।
দেশটির জনশক্তি কর্তৃপক্ষ এ ব্যাপারে ৬০ বছর পেরিয়ে যাওয়া প্রবাসীদের তালিকা সন্নিবেশিত করেছে।
আগামী জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরুর কথা জানিয়েছে বিশ্বস্ত সূত্র।যাদের ছেলে মেয়েরা কুয়েতে কাজ করছেন তারার কথা আলাদা।তারা পরিবারের সাথে থাকতে পারবেন।
বিবিডজা ৩৬৫/আহা