নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফের মা আনোয়ারা জাহান (৭৮) আর নেই।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।
এইদিন এশার নামাজের পর ফিরিঙ্গিবাজার জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আনোয়ারা জাহান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
রায়হান ইউসুফের মা আনোয়ারা জাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডিজা৩৬৫/এনএস/এনআর