তামান্না আফতাব, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে ২০১৮-এ নিজেদের প্রথম ম্যাচে পাঁচ ঊইকেটের বিশাল জয় পেয়েছে গণ বিশ্ববিদ্যালয়।
পঞ্চম ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টের ২৮তম ম্যাচে গণ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি। গণ বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক হৃদয়ের করা ওভার থেকে ২০ রান নিয়ে নিজেদের ব্যাটিং ভালোভাবেই শুরু করে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ওপেনার ইকবাল ও কাওছারের অদম্য ব্যাটিং নৈপূর্ণে প্রথম দুই ওভারে ৩৮ রান সংগ্রহ করে তারা। তবে ইকবাল ২৭ রানে এবং ২৪ রানে কাওসার বিদায় নিয়ে মাত্র ৭২ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংনিস।
৭৩ রানের সহজ লক্ষ্য এসে দাঁড়ায় গণ বিশ্ববিদ্যালয়ের জন্য। জয়ের জন্য খেলতে নেমে মিয়াদ, ইব্রাহিম, হৃদয়দের ঝড়ো ব্যাটিং এ ৪ ওভার ১ বল বাকি থাকতেই সহজ জয় পায় গণ বিশ্ববিদ্যালয়। সাত বলে ৩০ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন গণ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ্ ইসলামী ইউনিভার্সিটিঃ ৭২/৩ (৭ ওভার), কাওছার ২৪, ইকবাল ২৭; রাব্বি ১/৭,শাওন ১/২৮।
গণ বিশ্ববিদ্যালয়ঃ ৭৪/২ (২.৫ ওভার) ইব্রাহিম ৩০*, হৃদয় ২২*; লিটন ১/১৪, মেসবাহ ১/৬০