নিজস্ব প্রতিবেদক :
বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দলটি আগামী সংসদ নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি একথা জানান।
নজরুল ইসলাম বলেন, ‘অগণতান্ত্রিক প্রহসনের মধ্য দিয়ে আরেকটি নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে বাধ্য করা। যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা যায়। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মুক্ত খালেদা জিয়া ছাড়া বিএনপি বা ২০ দল কোনও নির্বাচনে যাবে না।’
নজরুল ইসলাম বলেন, ‘সারাদিন তো তারা আমাদেরই কথা বলে। ফেসবুক খুললেই দেখি তারেক রহমানের বক্তব্য ভাইরাল হয়ে যাচ্ছে। সরকারের মন্ত্রী ফেসবুকে তারেক রহমানের পাসপোর্টের ছবি দিয়ে দিচ্ছে। তারা আবার এও বলছে পাসপোর্ট না থাকলে নাকি নাগরিকত্ব থাকে না। এ কথা কোনও মন্ত্রী কিভাবে বলে? দেশের লাখ লাখ মানুষের পাসপোর্ট নাই, তাহলে কি তাদেরও নাগরিকত্বও নেই? আইনমন্ত্রী আইনের লোক হয়েও বেআইনি কথা বলেছেন।’
খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের সিনিয়র নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে অবিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা নিতে বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীও আইজি প্রিজনকে ডেকে এনে বলেছেন। কিন্তু আমরা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন অবিলম্বে খালেদা জিয়ার চিকিৎসা বাইরের কোনও হাসপাতালে করার। কারণ তার যে রোগ এর চিকিৎসা জেলখানায় সম্ভব না। চিকিৎসা না হলে তিনি হাঁটাচলার ক্ষমতা এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন।’