নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আমরা নিজেরাও উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘আমরা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছি। এখানে অন্য কিছু করার চিন্তা ভাবনা করা উচিত না।
বুধবার রাজধানীর পুরানা পল্টনে মনিসিংহ ট্রাস্ট ভবনে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনাসভায় এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। গণতন্ত্রী পার্টি ওই ইফতার মাহফিলের আয়োজন করে।
কারাবন্দি থাকা অবস্থায় কাউকে জেল কোডের বাইরে চিকিৎসা দেওয়া যায় না উল্লেখ করে নাসিম বলেন, ‘খালেদা জিয়ার যেকোনো অসুবিধা দেখা হবে। আমরা আশ্বস্ত করতে চাই, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কোনো অবহেলা করা হচ্ছে না। করার প্রশ্নই ওঠে না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একজন নেত্রীকে মনে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমউ) হচ্ছে জাতীয় প্রতিষ্ঠান। যেখানে সব শ্রেণির মানুষ চিকিৎসা নিয়ে থাকে। আর ডাক্তারের কাছে রোগী হচ্ছে বড়। কোনো দল বা রং বড় নয়। এটা একজন বড় নেত্রী হয়ে কীভাবে তিনি চিন্তা করলেন আমি বিস্মিত হয়ে যাই। যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখনো তাঁর পুত্রবধূ চাকরিতে বহাল আছেন। তাঁকে চাকরিচ্যুত করা হয়নি। তাহলে কেন সে (খালেদা জিয়া) সেখানে চিকিৎসা নিতে অনীহা করছে।’