নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে দেখা করতে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে গিয়েছেন পরিবারের ৫ সদস্য।
তারা হলেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ভাতিজি শাহিনা জামান, ভাজিতা অভিক ইস্কান্দার, ভাগ্নি বেবি ইসলাম ও ভাগ্নে মো. মামুন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ তারা কারাগারের ভেতরে প্রবেশ করেন বলে কারাসূত্র জানিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় কারা ফটক থেকে ফিরে যান তারা।
এসময় মির্জা ফখরুল বলেন, গত মঙ্গলবার (১৭ এপ্রিল) দেখা করার অনুমতি ছিলো। সেদিন দেখা না করে বৃহস্পতিবার দেখা করার জন্য গিয়েছিলাম। কিন্তু কারা কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি। তারা বলেছে আইজি প্রিজন তার অফিসে উপস্থিত না থাকায় তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।