তামান্না আফতাব,গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
“The Role of the Veterinary Profession in Sustainable Development, to Improve Livelihoods, Food Security and Safety” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে পালিত হল “বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৮” । সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক লায়লা পারভিন বানু এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্ত্তজা আলী, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের মিডিয়া চত্বর থেকে বের হয়ে একাডেমিক ভবন, বকুল-তলা, ট্রান্সপোর্ট ইয়ার্ড,প্রশাসনিক ভবন হয়ে একাডেমিক ভবনের পেছন ঘুরে ওয়াই-ফাই জোনে এসে শেষ হয়।
র্যালিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। নানা আয়োজনে বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হলেও বাংলাদেশে কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০১৮ সালের আগে এই দিবসটি পালন করেনি। বিশ্বের সাথে তাল মিলিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে প্রথমবারের মত কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পালন করল ‘বিশ্ব ভেটেরিনারি দিবস’।
গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক লায়লা পারভিন বানু বলেন, “ গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা গত ২৬ শে এপ্রিল থেকে শুরু হয়েছে , সেমিস্টার ফাইনাল পরীক্ষার চাপ নিয়েও আমাদের শিক্ষার্থীরা প্রথম বারের মতো বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করার মাধ্যমে নতুন ইতিহাস তৈরি করল।মানুষ ও প্রাণীর স্বাস্থ্য রক্ষায় প্রায় ২৫০ বছর ধরে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে ভেটেরিনারি শিক্ষাব্যবস্থা তথা ভেটেরিনারিয়ানরা। অ্যানথ্যাক্স, নিপা ভাইরাস, ব্রুসেলোসিস, ডায়রিয়া,
উল্লেখ্য, মানব স্বার্থে ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার গুরুত্ব উপলব্ধি করে এর উন্নয়নমূলক কর্মকান্ডকে আরো ত্বড়ান্বিত করতে ২০০০ সালে বিশ্ব ভেটেরিনারি অ্যাসোসিয়েশান এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস হিসেবে ঘোষণা দেয়।