চান্দগাঁও থানাধীন বাস টার্মিনাল এলাকায় কাভার্ডভ্যান সড়কের গর্তে পড়ে উল্টে গিয়ে তা সিএনজি অটোরিকশার উপর পড়ে। এতে আহত হয় সিএনজি অটোরিকশার চালক সহ এক নারী যাত্রী।
সোমবার (১৭ আগস্ট) সকালে বাস টার্মিনালের পূর্বপাশে খতিব বাড়ির সামনে এ দুর্ঘটনার কবলে পড়ে কাভার্ডভ্যানটি।
পরবর্তীতে দুর্ঘটনার পর কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি অাসলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোমহয়।
দূর্ঘটনায় আহতরা হলেন,চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪০) ও সিএনজি অটোরিকশা চালক মিজান (৫০)।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানা যায় যে, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বাস টার্মিনালের পূর্বপাশে খতিব বাড়ির সামনে সড়কের গর্তের কারণে কাভার্ডভ্যান উল্টে পড়ে সিএনজি অটোরিকশার উপর পড়লে। কালুরঘাট ফায়ার স্টেশনের অফিসার অতীশ চাকমার নেতৃত্বে দুইটি গাড়ি উদ্ধার কাজ কার্যক্রম চালায়।
তাছাড়াও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, বৃষ্টির কারণে গর্ত ডেকে যাওয়ায় কাভার্ডভ্যাগ চালক দূর্ঘটনার কবলে পড়ে। তাছাড়াও সড়কের এ ধরনের গর্তের কারণে কাভার্ডভ্যান উল্টে পড়ে সিএনজি অটোরিকশা উপর এবং তাতে দুইজন আহতও হয়েছে।