রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) চাঁদনী (২১) নামে এক ছাত্রী গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, তিনি কলেজের ৫ম বর্ষের ছাত্রী।
বৃহস্পতিবার রাত ১১টায় তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদনীর বাড়ি ময়মনসিংহ। তিনি রামেক হাসপাতালের পাশের এলাকায় একটি মেসে থাকতেন বলে জানা গেছে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদনী গলায় দঁড়ি দিয়ে মারা গেছেন।
তবে ঠিক কি কারণে আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।