নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ৬ কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট চলবে।
রংপুর ও খুলনার পর গাজীপুরে ৬টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হচ্ছে।
ইসি জানিয়েছে, ৬টি কেন্দ্রে ইভিএম ও ৩টি কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হচ্ছে সেগুলো হলো ১৫৪, ১৫৫, ১৭৪, ১৭৫, ১৯১ ও ১৯২ নম্বর কেন্দ্র।
ইসি জানিয়েছে, ভোটের আগের দিন সোমবার ৬ ভোটকেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে।