আর্ন্তজাতিক ডেস্ক :
থাইল্যান্ডের গুহায় আটকেপড়া ফুটবল টিমের ১২ সদস্য ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
রোববার স্থানীয় সময় সকাল ১০ টায় এ অভিযান শুরু হয়।
উদ্ধারকারী দলের প্রধান নারনগাস্ক ওস্টানাকর্ন সাংবাদিকদের বলেন, প্রথম বালকটিকে তুলে আনতে অনেক সময় লাগবে।