গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে আব্দুল মালেক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় তিন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার দিবাগত রাতে দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাস কালিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার উপর উল্টে গেলে আব্দুল মালেক নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান ও তিনজন যাত্রী আহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আকতারুজ্জামান জানান, বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পরে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।